করোনারি এনজিওগ্রাম (সিএজি) প্যাকেজে রোগীর ভর্তি, রুম ভাড়া, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ক্যাথ ল্যাব ফি, প্রয়োজনীয় পরীক্ষা, ওষুধ, নার্সিং ফি, খাবার, পুষ্টিবিদের পরামর্শ ও এমআরডি ফি অন্তর্ভুক্ত। সাশ্রয়ী মূল্যে এই প্যাকেজের সেবাগুলো গ্রহণ করা যাবে।
ফেস্টিভ হেলথ চেক প্যাকেজের আওতায় সিলভার প্যাকেজ ও গোল্ড প্যাকেজের সুবিধা গ্রহণ করা যাবে। এ দুটো প্যাকেজের যে কোনো একটি গ্রহণ করলে রোগীর অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা সেবায় ১০% ছাড় দেওয়া হবে।