Home
21 June 2022

এভারকেয়ারের বিশেষ ছাড়ে সেবা পাবেন ইয়াংওয়ানের কর্মীরা

এভারকেয়ারের বিশেষ ছাড়ে সেবা পাবেন ইয়াংওয়ানের কর্মীরা

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের পক্ষ থেকে হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ভিনোদ সিং, হেড অব করপোরেট মার্কেটিং ফারাহ্‌ সুলতানা শহীদ ও করপোরেট রিলেশন্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রঞ্জন কুমার দাস এবং ইয়াংওয়ান বাংলাদেশের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর শেখ শাহীনুর রহমান, অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর মো. নুরুল আলম, ডেপুটি জেনারেল ম্যানেজার (হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন) মঞ্জুরুল হায়দার, চিফ মেডিক্যাল অফিসার ডা. বিধু বোস, সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মো. আমজাদ হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার এইচআরএম অ্যান্ড সিএসআর–ওয়াইএসএস, কেএসআই ডা. মো. জাকের ইসলাম, এজিএম এইচআর মুনীজা আয়েশা খান উপস্থিত ছিলেন