Home
03 June 2024

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ৪ বিশেষজ্ঞ চিকিৎসক আসছেন ফেনী

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ৪ বিশেষজ্ঞ চিকিৎসক আসছেন ফেনী

বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্যসেবা দিতে আসছেন ফেনীতে। আগামী ৯ জুন, ২০২৪ তারিখ রবিবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ফেনী জেলার ট্রাংক রোড সংলগ্ন বড় মসজিদ মার্কেটে (লিফট-২) ইমপেরিয়াল নিউরো কেয়ার অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারে রোগী দেখবেন।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম থেকে ইমপেরিয়াল নিউরো কেয়ার এন্ড ডায়াগনষ্টিক সেন্টার-এ আসছেন- ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো: তারিক বিন আব্দুর রশিদ, এমবিবিএস, এমডি (কার্ডিওলজি); গাইনোকোলজি অ্যান্ড অবসটেট্রিক্স বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. সানজিদা কবির, এমবিবিএস, এমসিপিএস, এফসিপিএস; নেফ্রোলজি বিভাগের অ্যাটেন্ডিং কনসালটেন্ট ডা. টিপু কুমার দাশ, এমবিবিএস, এমডি (নেফ্রোলজি); গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড হেপাটোলজি বিভাগের কনসালটেন্ট ডা. এস. এম. সোহেল রানা, এমবিবিএস, এমডি (হেপাটোলজি), ম্যাক্স ফেলোশীপ রয়েছে এডভান্সড জিআই এন্ডোস্কোপি এন্ড গ্যাস্ট্রোএন্টারোলজির এবং ম্যাক্স সিএলবিএস ট্রেইনিং ইন ট্রান্সপ্লান্ট হেপাটোলজি (ম্যাক্স হসপিটাল, দিল্লী) ।

দেশে প্রতিবছর কিডনি রোগীর সংখ্যা বাড়ছে। কিডনির কার্যকারিতা কমে গেলে হার্টের সমস্যাও বাড়ে। এক্ষেত্রে প্রয়োজন সচেতনতা ও সঠিক চিকিৎসা। এছাড়া নারীর যে কোনো সমস্যায় গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। একই সাথে আমাদের দেশের তিন ভাগের এক ভাগ মানুষ দীর্ঘস্থায়ী লিভারের রোগে ভুগছে। এ বিষয়ে সচেতনতা সচেতনতা বৃদ্ধির সাথে ভালো চিকিৎসাসেবাও প্রদান করা হবে।

রোগীরা হার্ট, গাইনি, কিডনি, গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজি সংক্রান্ত চিকিৎসা বিষয়ক পরামর্শ পাবেন। সিরিয়ালের এর জন্য যোগাযোগ করুন ০১৩ ২২৮৩ ৯৮৫০ নম্বরে।