Home
01 November 2021

এভারকেয়ার চট্টগ্রামে প্রথমবার কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন

এভারকেয়ার চট্টগ্রামে প্রথমবার কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে প্রথমবারের মতো জুয়েল সেন (৪২) নামে এক ব্যবসায়ীর কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন করা হয়েছে।

গত ২৫ অক্টোবর ডা. আসিফ তার টিম মেম্বারদের নিয়ে কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন করেন।

জুয়েল সেন খাগড়াছড়ির একজন ব্যবসায়ী। তিনি বিগত কয়েক বছর যাবৎ হার্টের সমস্যায় ভুগছিলেন। বেশ কয়েকবার চিকিৎসক পরিবর্তনের পর কোনো সুফল না পেয়ে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের কার্ডিওভাস্কুলার ও থোরাসিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আসিফ আহমেদ বিন মঈনের শরণাপন্ন হন।

ডা. আসিফ বলেন, জুয়েল সেনের পরীক্ষা নিরীক্ষা করে সার্জারির সিদ্ধান্তে উপনীত হই। আমার টিম মেম্বারদের নিয়ে গত ২৫ অক্টোবর কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন করি।

‘বর্তমানে রোগী জুয়েল সেন সুস্থ আছেন এবং হসপিটাল থেকে ছাড়া পেয়েছেন। তিনি ডাক্তার এবং হসপিটালের শুভকামনা করেন এবং বলেন, এই ধরণের একটি হসপিটাল চট্টগ্রামবাসীর জন্য আশীর্বাদ বয়ে আনবে। নগরবাসি অনেক উপকৃত হবেন।’