হোম
প্রকাশনা
২৮ এপ্রিল ২০২৪

MRCP পরীক্ষাটি এভারকেয়ার হাসপাতাল ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।

MRCP পরীক্ষাটি এভারকেয়ার হাসপাতাল ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।

এভারকেয়ার হাসপাতাল ঢাকায় প্রথমবারের মতো MRCP PACES পরীক্ষার আয়োজন

[ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪] – বাংলাদেশে চিকিৎসা শিক্ষায় এক ঐতিহাসিক মাইলফলক স্থাপন করে এভারকেয়ার হাসপাতাল ঢাকা, দেশের প্রথম JCI-স্বীকৃত হাসপাতাল, আনুষ্ঠানিকভাবে আয়োজন করেছে ‘পাথফাইন্ডার MRCP PACES (Practical Assessment of Clinical Examination Skills)’ ট্রায়াল পরীক্ষার, যা শুরু হয়েছে ২৭ এপ্রিল ২০২৪ থেকে।

এই আয়োজনের মাধ্যমে এভারকেয়ার হাসপাতাল ঢাকা হয়ে উঠেছে দেশের প্রথম প্রতিষ্ঠান, যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে MRCP পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এই উপলক্ষে ২৭ এপ্রিল ২০২৪ তারিখে এভারকেয়ার হাসপাতালের অডিটোরিয়ামে এক যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে এভারকেয়ার হাসপাতাল ঢাকা এবং যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস।

এই ইভেন্টের লক্ষ্য ছিল MRCP পরীক্ষার গুরুত্ব তুলে ধরা এবং দেশে চিকিৎসা শিক্ষার উন্নয়নে এভারকেয়ার হাসপাতালের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করা।

যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস-এর সহযোগিতায় আয়োজিত এই পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের আগ্রহী চিকিৎসকদের জন্য দেশে বসেই এই আন্তর্জাতিক মানের মূল্যায়ন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি হলো।

MRCP (Membership of the Royal Colleges of Physicians) একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ পরীক্ষা। ২০১২ সাল থেকে বাংলাদেশের চিকিৎসকরা দেশে বসেই লিখিত পরীক্ষা দিলেও, এতদিন দেশের অভ্যন্তরে কোনও স্বীকৃত ব্যবহারিক পরীক্ষা কেন্দ্র ছিল না। চিকিৎসকদের ভারত, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা বা যুক্তরাজ্যে গিয়ে ব্যবহারিক পরীক্ষা দিতে হতো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসাবিদ ও শিক্ষাবিদরা—ডা. তানজীন রাজা, ইন্টারন্যাশনাল মেডিকেল ডিরেক্টর, MRCP(UK) PACES; প্রফেসর ডা. ডেভিড ব্ল্যাক, মেডিকেল ডিরেক্টর, Joint Royal Colleges of Physicians Training Board; ডা. স্টুয়ার্ট হুড, মেডিকেল ডিরেক্টর ফর অ্যাসেসমেন্ট, MRCP(UK); ডা. ম্যাথিউ থমাস, ডিন অব এক্সামিনেশনস, রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস অফ এডিনবার্গ; ডা. মাশকুর খান, রিজিওনাল অ্যাডভাইজার, রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস অব লন্ডন এবং প্রফেসর কাজী তারিকুল ইসলাম, ফেডারেশন লিড, বাংলাদেশ।

এছাড়াও উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর ডা. রতnadeep চাসকার এবং ডা. আরিফ মাহমুদ, ডিরেক্টর অব মেডিকেল সার্ভিসেস।

সংবাদ সম্মেলনে ডা. তানজীন রাজা বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাজ্যের মান অনুসরণ করে MRCP PACES পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশে এখন থেকে সেই মান বজায় রেখেই এভারকেয়ার হাসপাতালে পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

প্রফেসর কাজী তারিকুল ইসলাম বলেন, “পূর্বে আমাদের দেশের প্রার্থীদের বিদেশে গিয়ে পরীক্ষায় অংশ নিতে হত, যা আর্থিক ও সামাজিকভাবে অনেক কঠিন ছিল, বিশেষ করে নারী প্রার্থীদের জন্য। এখন দেশে পরীক্ষাকেন্দ্র চালু হওয়ায় এই সমস্যা দূর হবে।”

ডা. রত্নদীপ চস্কর বলেন, “এভারকেয়ারে MRCP পরীক্ষা চালু হওয়া বাংলাদেশের চিকিৎসা শিক্ষায় এক বিশাল অগ্রগতি। এটি আমাদের চিকিৎসা সেবার উৎকর্ষের প্রতিফলন।”

ডা. আরিফ মাহমুদ বলেন, “আগে আমাদের চিকিৎসকদের বিদেশে গিয়ে পরীক্ষায় অংশ নিতে হতো। এখন থেকে দেশে বসেই তারা এই সুযোগ পাবেন, যা চিকিৎসা শিক্ষাকে আরও সহজ ও কার্যকর করবে।”

তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়, ডিরেক্টর জেনারেল অব মেডিকেল এডুকেশন, BCPS, BMA, BMDC ও সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানান।

এভারকেয়ার হাসপাতাল ঢাকা সম্পর্কে

এভারকেয়ার হাসপাতাল ঢাকা বাংলাদেশে প্রথম JCI-স্বীকৃত হাসপাতাল, যা টানা ৬ বার এই স্বীকৃতি অর্জন করেছে। এটি একটি ৪২৫ শয্যাবিশিষ্ট মাল্টি-ডিসিপ্লিনারি সুপার-স্পেশালিটি টারশিয়ারি কেয়ার হাসপাতাল, যেখানে রয়েছে আধুনিক চিকিৎসা, সার্জিকাল ও ডায়াগনস্টিক সুবিধা। ৪ লাখ ৩৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত এই প্রতিষ্ঠান সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন চিকিৎসা সেবা দিয়ে আসছে ঢাকার সকল স্তরের রোগীদের।

Evercare Hospitals Dhaka | Transforming Healthcare | Evercarebd