হোম
প্রকাশনা
০৮ অক্টোবর ২০২৪

এভারকেয়ার হাসপাতাল ঢাকা বিশ্ব হৃদয় দিবস ২০২৪ উপলক্ষে রোগী ফোরামের আয়োজন করেছে।

এভারকেয়ার হাসপাতাল ঢাকা বিশ্ব হৃদয় দিবস ২০২৪ উপলক্ষে রোগী ফোরামের আয়োজন করেছে।

[ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৪] – দেশের প্রথম JCI-স্বীকৃত হাসপাতাল এভারকেয়ার হাসপাতাল ঢাকা, বিশ্ব হৃদয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে এক রোগী ফোরামের আয়োজন করেছে। এবারের হৃদয় দিবসের থিম ছিল “Use Heart for Action” অর্থাৎ “চেতনার হৃদয় দিয়ে কাজ করুন”। আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এবারের থিম নিয়ে আলোচনা করেন এবং মতবিনিময় ও অভিজ্ঞতা শেয়ার করেন। এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল হৃদরোগ ও হৃদ্‌স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন:

  • ডা. এ কিউ এম রেজা – কো-অর্ডিনেটর ও সিনিয়র কনসালট্যান্ট, ক্লিনিকাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগ

  • অধ্যাপক (ডা.) মো. শাহাবুদ্দিন তালুকদার – সিনিয়র কনসালট্যান্ট, ক্লিনিকাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি

  • ডা. শামস মুনাওয়ার – সিনিয়র কনসালট্যান্ট, ক্লিনিকাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি

  • ডা. তাহেরা নাজরিন – কো-অর্ডিনেটর ও সিনিয়র কনসালট্যান্ট, এভারকেয়ার বাংলাদেশের (ঢাকা ও চট্টগ্রাম) প্রতিষ্ঠাতা, পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগ

  • অধ্যাপক ডা. এম আতহার আলী – সিনিয়র কনসালট্যান্ট, হার্ট ফেলিওর ও অ্যারিদমিয়া ইউনিট

  • ডা. আতীকুর রহমান – সিনিয়র কনসালট্যান্ট, ক্লিনিকাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি

  • ডা. তামজীদ আহমেদ – সিনিয়র কনসালট্যান্ট, ক্লিনিকাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি

  • ডা. নিঘাত ইসলাম – কনসালট্যান্ট, নন-ইনভেসিভ কার্ডিওলজি

  • ডা. মো. জুলফিকার হায়দার – সিনিয়র কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর, কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারি

  • ডা. সোহেল আহমেদ – সিনিয়র কনসালট্যান্ট, কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারি

  • ডা. নিয়াজ আহমেদ – সিনিয়র কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর, কার্ডিওথোরাসিক অ্যানেসথেশিয়া

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতালস বাংলাদেশের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ এবং চিফ মার্কেটিং অফিসার মি. বিনয় কউল।

রোগী ফোরামে বিভিন্ন রোগী ও তাদের আত্মীয়স্বজন অংশগ্রহণ করেন এবং হৃদরোগ সংক্রান্ত নানা সমস্যা নিয়ে চিকিৎসকদের প্রশ্ন করেন, যার উত্তর তারা সরাসরি প্রদান করেন। আলোচনা পর্বে কার্ডিওলজিস্টগণ সবাইকে নিজের ও নিজের সন্তানের হৃদযন্ত্রের যত্ন নিতে পরামর্শ দেন। তাঁরা বলেন, অসুস্থ জীবনধারা পরিবর্তন করে স্বাস্থ্যসম্মত সমাজ গড়ে তুলতে হবে এবং কোনো ধরনের হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। বিদেশের পরিবর্তে দেশে উন্নত সেবা দিতে সক্ষম এভারকেয়ার হাসপাতালে আস্থা রাখার আহ্বান জানান তাঁরা।

কার্ডিওলজিস্টগণ হৃদরোগ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, কিছু জীবনধারা পরিবর্তনের মাধ্যমে হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব, যেমন: ওজন নিয়ন্ত্রণ, প্রতিদিন ব্যায়াম বা হাঁটা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ধূমপান বর্জন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা, মানসিক চাপ নিয়ন্ত্রণ, ভালো ঘুম নিশ্চিত করা ইত্যাদি।
জন্মগত হৃদরোগ প্রতিরোধে প্রজননের আগে অন্তত ৩ মাস আগে এমএমআর টিকা গ্রহণ, ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ এবং গর্ভাবস্থায় টেরাটোজেনিক ওষুধ ব্যবহার বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও, জন্মগত হৃদরোগ সনাক্তে ফিটাল ইকোকার্ডিওগ্রাফির গুরুত্বের কথাও তুলে ধরা হয়।
তাঁরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শও দেন।

এভারকেয়ার হাসপাতাল ঢাকা বিশ্বমানের পূর্ণাঙ্গ হৃদ্‌যন্ত্রের চিকিৎসাসেবা প্রদান করে, যার মধ্যে রয়েছে:

  • ক্লিনিকাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি

  • ক্লিনিকাল ও ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি

  • কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারি

  • হার্ট ফেলিওর ও অ্যারিদমিয়া ইউনিট


এভারকেয়ার হাসপাতাল ঢাকা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি:
এভারকেয়ার হাসপাতাল ঢাকা হলো বাংলাদেশের প্রথম হাসপাতাল যা টানা ছয়বার Joint Commission International (JCI) কর্তৃক স্বীকৃত। এটি একটি ৪২৫ শয্যার মাল্টি-ডিসিপ্লিনারি সুপার-স্পেশালিটি টারশিয়ারি কেয়ার হাসপাতাল, যেখানে অত্যাধুনিক চিকিৎসা, সার্জারি ও ডায়াগনস্টিক সুবিধাসহ সব ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। ৪ লাখ ৩৫ হাজার বর্গফুট জায়গায় নির্মিত এই হাসপাতাল ঢাকার সর্বস্তরের মানুষের জন্য সর্বোচ্চ মানের প্রযুক্তিনির্ভর চিকিৎসা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সেবা নিশ্চিত করছে।

Evercare Hospitals Dhaka | Transforming Healthcare | Evercarebd